নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর মহানগরীর ভূরুলিয়া এলাকায় ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মহুয়া কমিউটার ট্রেনের ধাক্কায় প্রাণ হারান তিনি।
তাৎক্ষণিকভাবে নিহত নারীর পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর হবে বলে জানিয়েছে পুলিশ। মরদেহের শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল।
এলাকাবাসী ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ভূরুলিয়া সেতুর পাশের রেললাইনে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এর কিছু সময় আগেই মহুয়া কমিউটার ট্রেন রেললাইনটি অতিক্রম করে। ধারণা করা হচ্ছে, ট্রেন চলাচলের সময় ওই নারী রেললাইনের ওপর ছিলেন এবং ট্রেনের ধাক্কায় তিনি নিহত হন।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।
জয়দেবপুর জংশন রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কাইয়ুম বলেন, “ভূরুলিয়া রেললাইনে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী আমাদের খবর দেয়। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
নিহত নারীর পরিচয় জানাতে পারলে স্থানীয় রেলওয়ে ফাঁড়িতে যোগাযোগের অনুরোধ জানিয়েছে পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।