নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন সারাবো এলাকায় অবস্থিত বেক্সিমকো গ্রুপ লিমিটেডের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে দফায় দফায় বিক্ষোভ ও রাস্তা অবরোধ করেছেন।
রোববার (৮ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে সাড়ে ৯টা, বেলা ১১টা থেকে দুপুর সোড়ে ১২টা ও দুপুর ২টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত শ্রমিকরা ওই ফ্যাক্টরির গেটের সামনে বিক্ষোভ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন।
জানা যায়, সকালে আগস্ট মাসের বেতনের দাবিতে উৎপাদন কাজ বন্ধ রেখে ফ্যাক্টরির গেটের সামনে বিক্ষোভ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। পরবর্তীতে দফায় দফায় সারাদিন বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের ঘটনা ঘটে। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরবর্তীতে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক কর্তৃপক্ষের সঙ্গে সেনাটহল ও শিল্পপুলিশের উপস্থিতিতে শ্রমিকদের সঙ্গে আলোচনা হয়। এ সময় আগামী ১০ সেপ্টেম্বর আগস্ট মাসের বেতন পরিশোধের সিদ্ধান্ত হয়। পরে সিদ্ধান্ত মেনে নিয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় তারা মহাসড়ক হতে চলে গেলে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।