নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে দুই মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। পরে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিপেটার মাধ্যমে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এতে নারী শ্রমিকসহ অন্তত অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে শ্রীপুর পৌরসভার বৈরাগীরচালা এলাকায় অবস্থিত লাক্সমা ইনারওয়্যার লিমিটেড কারখানার সামনে শ্রীপুর–গড়গড়িয়া মাস্টারবাড়ি বাজার আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।
শ্রমিকরা জানান, গত দুই মাস ধরে তাদের বেতন বকেয়া রয়েছে। কর্তৃপক্ষ বারবার বেতন দেওয়ার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করা হয়নি। আজ সকালে বেতন পরিশোধের কথা বলে শ্রমিকদের অপেক্ষায় রাখা হয়। কিন্তু দুপুর পর্যন্ত কারখানা কর্তৃপক্ষের কোনো সাড়া না পেয়ে তারা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন।

কারখানার শ্রমিক মনির হোসেন বলেন, দুই মাস ধরে আমরা বেতন পাই না। আজ সকাল থেকে বলা হচ্ছিল বেতন দেওয়া হবে, কিন্তু যাদের দেওয়ার কথা তারা কারখানায়ই নেই। আমরা রাস্তায় নামার পরই পুলিশ আসে, কিন্তু আমাদের দাবি শোনার বদলে লাঠিপেটা শুরু করে। সাউন্ড গ্রেনেড ছোড়ে। নারী শ্রমিকসহ অনেকেই আহত হয়েছে।
আরেক শ্রমিক লিপি আক্তার অভিযোগ করে বলেন, পুলিশ আমাদের কথা না শুনেই মারধর শুরু করে। নারী শ্রমিক হিসেবেও আমাদের বিবেচনা করা হয়নি। অনেকের শরীর থেকে রক্ত ঝরছে। ন্যায্য বেতনের দাবিতে আন্দোলন করতে গিয়ে এমন নির্যাতন মেনে নেওয়া যায় না।

এদিকে কারখানার জেনারেল ম্যানেজার নাজমুল হোসেন বলেন, বকেয়া বেতন পরিশোধের প্রস্তুতি চলছিল। এর আগেই শ্রমিকরা রাস্তা অবরোধ করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ সময় কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন। তাদের চিকিৎসার নির্দেশ দেওয়া হয়েছে।
শিল্প পুলিশের পুলিশ পরিদর্শক স্বপন কুমার বলেন, সড়ক অবরোধের পর শ্রমিকদের সরে যেতে বলা হয়। কিন্তু তারা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়। এতে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


