
Advertisement
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কোনাবাড়ী থানার এরশারনগর হাউজিংয়ের একটি বাসা থেকে শনিবার সকালে রাজু আহমেদ (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত রাজু আহমেদ বরিশালের বানারীপাড়া থানার বড় করফাকর গ্রামের কাঞ্চন খানের ছেলে। তিনি বাবা-মায়ের সাথে গাজীপুরে ভাড়া বাসায় থাকতেন।
কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আজিবর হোসেন জানান, বারান্দায় গলায় গামছা পেঁচানো অবস্থায় রাজুর ঝুলন্ত মরদেহ দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে বলে উল্লেখ করেন এসআই আজিবর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।