জুমবাংলা ডেস্ক : দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষিতে ফেনীতে চা-রুটি-পরোটাসহ নাাস্তা আইটেমের দাম বাড়িয়েছে রেস্তোরাঁ মালিক সমিতি। দাম বাড়িয়ে চা, রুটি ও পরোটাার দাম ১৫ টাকা করা হয়। সিঙ্গারা ও সামুচার দাম নির্ধারণ করা হয় ১০ টাকা।
বুধবার (৯ মার্চ) জেলা শহরের প্রতিটি হোটেল-রেস্টুরেন্টে দাম বৃদ্ধির একটি নোর্টিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। ওই নোটিশে ১০ প্রকারের নাস্তার দাম বাড়ানো হয়।
সরেজমিনে বুধবার শহরের বেশ কয়েকটি হোটেলের ক্রেতারা জানান, হঠাৎ করে চা, রুটি, পরোটার দাম বেড়ে যারা তারা বেকায়দায় পড়েছেন। এছাড়া ওই নোটিশে ভাজি, গরুর মাসং, বিরিয়ানির দামও বাড়ানো যাবে বলেও উল্লেখ করা হয়েছে।
মৌমাছির কামড়ে মারা গেছে ৩২ কবুতর
ফেনী জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল আবছার কবির শাহজাদা বলেন, ‘তেল, আটা, চিনি, ডিমসহ নিত্যপণ্যের দাম বাড়তে থাকায় রেস্তোরাঁ ব্যবসায়ীদের লোকসান গুনতে হচ্ছে। এ কারণে বৈঠকে খাবারের দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়।’
সয়াবিনের বোতলের মুখে স্যালাইনের পাইপ লাগিয়ে ফোঁটা ফোঁটা তেলে ভাজা হচ্ছে পরোটা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।