জুমবাংলা ডেস্ক : চাঁদপুরের শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলায় পানিতে ডুবে তিন শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দুই উপজেলার বিভিন্ন গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন, শাহরাস্তি উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউপির শিমুলিয়া গ্রামের পারভেজের ছেলে তাহসিন, একই ইউপির দিগদাইর গ্রামের ছেলামত আলীর ছেলে আবদুল হান্নান।
অপরদিকে হাজীগঞ্জ উপজেলার ৮ নম্বর হাটিলা ইউপির ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম হাটিলা গ্রামের সাইফুল ইসলামের ছেলে জিলানী (৪) ও বিকেলে একই ইউপির ৮ নম্বর ওয়ার্ড পূর্ব হাটিলা গ্রামের আমির মির্জার মেয়ে আনিকা মির্জা (৩) পানিতে ডুবে যায়।
পারিবারিক ও হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্রে জানা যায়, শিশুরা পরিবারের লোকজনের অগোচরে নিজ নিজ বাড়ির পুকুরে ডুবে যায়। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে মৃত ঘোষণা করা হয়।
সূচিপাড়া দক্ষিণ ইউপি চেয়ারম্যান মো. আবদুর রশিদ জানান, আবদুল হান্নান মৃগী রোগী ছিলেন। বাড়ির পাশে একটি ডোবায় জাল ফেলতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে।
শাহরাস্তি থানার ওসি মো. শাহ আলম ও হাজীগঞ্জ থানার ওসি মো. আলমগীর হোসেন রনি, পানিতে ডুবে পৃথক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



