জুমবাংলা ডেস্ক : চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে গনি মিয়া (৩০) নামে বাংলাদেশি এক গরু ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত গনি মিয়া দামুড়হুদা উপজেলার চাকুলিয়া গ্রামের তাহের মন্ডলের ছেলে।
মঙ্গলবার সকালে এলাকাবাসী তাকে আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এলাকাবাসী জানায়, সোমবার রাতে উপজেলার হুদাপাড়া সীমান্তে গরু আনতে গেলে তাকে আটক করে ভারতের মালোয়াপাড়া ৫৪ বিএসএফ। এসময় তাকে পিটিয়ে ও বাম পায়ের রগ কেটে বাংলাদেশের অভ্যন্তরে ৮৭ মেইন পিলারের কাছে রেখে যায় তারা। আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে এলাকাবাসী উদ্ধার করে তাকে সদর হাসপাতালে ভর্তি করে। সকাল সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় গনি মিয়া। তার মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সৌরভ হোসেন জানান, বাম পায়ের রগ কেটে দেওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল খালিকুজ্জামান জানান, এ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।