জুমবাংলা ডেস্ক : ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতিঘাত নয়, রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছে, গোপালগঞ্জ কোটালীপাড়া উপজেলা যু্বদলের সাধারন সম্পাদক আব্দুল মান্নান। উপজেলা ছাত্রদলের মিছিল শেষে সমাবেশে তিনি আহবান জানান।
রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে সাধারণ ছাত্র ছাত্রীদের অভিনন্দন জানিয়ে কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি মিছিল বের করে উপজেলা ছাত্রদল। মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।
এ মিছিলে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, উপজেলা ছাত্রদল ও শেখ লুৎফর রহমান আদর্শ সরকারী কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। পরে সেখানে উপজেলা ছাত্রদলের আহবায়ক লালন শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মান্নান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নিলয় হাওলাদার বক্তব্য রাখেন।
এসময় উপজেলা যু্বদলের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বলেন, আমরা দীর্ঘ ১৭ বছর কোটালীপাড়ায় কোন মিছিল মিটিং করতে পারিনি। এতদিন ছাত্রলীগের ভাইয়েরা তোমাদের আঘাত করছে। তবে তাদের প্রতিঘাত নয়, ছাত্রলীগের নেতাকর্মীদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নিতে হবে। ভালোবাসা দিয়ে কোটালীপাড়ায় ছাত্রদলকে সুসংগঠিত হতে হবে, প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে ছাত্রদলের কমিটি করতে হবে।
ছাত্র-জনতার ‘স্বপ্নের বাংলাদেশ’ গড়ার কাজ শুরু হয়েছে : প্রধান উপদেষ্টা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।