নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের জয়দেবপুরে বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা। এ সময় তারা ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেন প্রায় ৪০ মিনিট আটকে রাখে, ফলে উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল ব্যাহত হয়।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা জয়দেবপুর শিমুলতলী এলাকায় বিক্ষোভ শুরু করেন। কিছু সময় পর তারা পাশের রেললাইনে নেমে অবস্থান নেন। সকাল ১১টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস আটকানো হয়। পরবর্তীতে সকাল ১১টা ৪০ মিনিটে ট্রেনটি ছেড়ে দিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
শিক্ষার্থীরা জানান, ১৩ ও ১৫ আগস্ট অনুষ্ঠিতব্য ঢাকা মেট্রোরেলের সেকশন ইঞ্জিনিয়ার পদের পরীক্ষা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের করা রিটের কারণে স্থগিত হয়। এর প্রতিবাদে এবং দশম গ্রেডের উপ-সহকারী প্রকৌশলী পদ সবার জন্য উন্মুক্ত রাখার দাবিতে তারা আন্দোলন শুরু করেছেন। তাদের দাবি, অবিলম্বে স্থগিত হওয়া সেকশন ইঞ্জিনিয়ার পদের নিয়োগ পরীক্ষা সম্পন্ন করতে হবে।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল হোসেন জানান, “শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন এবং একপর্যায়ে বনলতা ট্রেন আটকে দেন। প্রায় ৪০ মিনিট পর ট্রেন ছাড়লে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।