স্পোর্টস ডেস্ক : করোনাকালে চলছে তামিম ইকবালের ফেসবুক লাইভ। এই লাইভের মাধ্যমেই সবাই জানতে পেরেছে যে, আজকের দেশের সেরা ব্যাটসম্যান তামিম ইকবালের জন্য কতটা ত্যাগ স্বীকার করেছেন তার বড় ভাই জাতীয় দলের সাবেক তারকা ওপেনার নাফিস ইকবাল। গতকাল শুক্রবার ভারতের বিধ্বংসী ওপেনার রোহিত শর্মার সঙ্গে আলাপচারিতায় উঠে আসে নাফীসের প্রসঙ্গ। আইপিএলের কল্যাণে রোহিত খুব ভালো করেই চেনেন নাফিসকে। তার স্ত্রী রিতিকার সঙ্গে তো নাফিসের বিরাট বন্ধুত্ব হয়ে গিয়েছিল।

২০১৮ সালে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছির রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। মুস্তাফিজ ইংরেজি না জানায় দোভাষী হিসেবে নাফিসকে উড়িয়ে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। শুক্রবারের লাইভের এক পর্যায়ে তামিমের বড় ভাইয়ের নাম শুনেই রোহিত বলে উঠেন, ‘আমি তার কথা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম। উনি আমাদের সঙ্গে গত আইপিএলের আগেরবার ছিলেন। যখন মোস্তাফিজুর ছিল দলে। তাকে আমার শুভকামনা জানাবে।’
রোহিত আরও বলেন, ‘আমি আমার স্ত্রীকে এই আড্ডার কথা বলেছিলাম, সে বলল নাফিস ভাইকে হাই বলতে। তুমি জান তাকে কেন মনে রেখেছে সে? কারণ এয়ারপোর্টে নাফিস ভাই তাকে ফ্রেঞ্চ ফ্রাই খাইয়েছিল। তাকে জিজ্ঞেস কর। আমার স্ত্রীকে যেই ফ্রেঞ্চ ফ্রাই দেয়, তাকেই সে খুব পছন্দ করে। সে ফ্রেঞ্চ ফ্রাই খেতে খুব ভালোবাসে।’
এরপর তামিম জানান একটি মজার গল্প, ‘ভাইয়ার কাছ থেকে একটা গল্প শুনেছিলাম রোহিত ভাই। ওই আইপিএলে ভাবীর (রিতিকা) সঙ্গে বসে খেলা দেখছিল আমার ভাই। তারা পরিবারের জন্য নির্দিষ্ট স্থানে বসেছিল। আমার ভাইয়ের ভয়ংকর ক্ষুধা পেয়েছিল, কিছু খেতে চাইছিল। সে চাইছিল কিছু খেয়ে আসতে কিন্তু ভাবী তাকে যেতেই দিচ্ছিল না। তিনি বলছিলেন, না, এখানেই থাকবে হবে, খেলা শেষ না হওয়া পর্যন্ত কোথাও যাওয়া যাবে না। আমার ভাই তো ক্ষুধায় মরে যাচ্ছিল।’
এমন ঘটনার কথা শুনে হেসে ফেলেন রোহিত। সঙ্গে এটাও জানিয়ে দেন, ঋতিকার পাশে বসে খেলা দেখলে এটা আশা করাই স্বাভাবিক, ‘হ্যা, সে খুব কুসংস্কারে বিশ্বাস করে। খেলায় কোনো কিছু ভালো চললে, কেউ যদি নির্দিষ্ট কোথাও বসে, তাদের নড়তে দেয় না সে। আমি নিশ্চিত ওই দুই মাসে তাদের মধ্যে ভালো বন্ধুত্ব সৃষ্টি হয়েছিল। এক সঙ্গে ভ্রমণ করেছে, গ্যালারিতে বসেছে। খুব ভালো সম্পর্ক হয়েছে বলেই সে এভাবে বসে থাকতে বলেছে। কারণ, সম্পর্ক ভালো না হলে কাউকে এভাবে কিছু বললে কী মনে করবে তার তো ঠিক নেই।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



