জুমবাংলা ডেস্ক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। খবর ইউএনবি’র।
এ সময় তাকে সহায়তা করার অপরাধে তিন বাংলাদেশিকেও আটক করা হয়।
রবিবার সন্ধ্যায় মাইলবাড়িয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার চাকদা থানার শিকারপুর গ্রামের সুকচাঁদ বাড়ইয়ের ছেলে আশুতোষ বাড়ই (২৩) এবং মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের জহর সর্দারের ছেলে নাসিম রেজা বাবু (২৮), আলিমনগর গ্রামের আবুর হোসেনের ছেলে নাসির উদ্দিন (৫০) এবং বাকসপোতা গ্রামের ইদরিস আলীর ছেলে ইনতাজুল হক মোংলার (৪৫)।
খাশিলপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম খান জানান, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশে মামলা দিয়ে আশুতোষকে মহেশপুর থানায় সোর্পদ করা হয়েছে। আটক বাংলাদেশিদের বিরুদ্ধেও মহেশপুর থানায় মামলা করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।