জুমবাংলা ডেস্ক: আমরা নাকি টাকা খেয়ে নেতা বানিয়েছি৷ এর প্রমাণ দিতে পারলে ছাত্রলীগ থেকে পদত্যাগ করব। টাকার বিনিময়ে নেতা বানালে ছাত্রলীগে কালো অধ্যায় সৃষ্টি হবে৷ এমটিই বলেছেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান।
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ছাত্রলীগের দলীয় কার্যালয়ে গত রবিবার আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এমনটাই বললেন আল নাহিয়ান খান৷
বিভিন্ন সময়ে ওঠা টাকার বিনিময়ে সাংগঠনিক কমিটি গঠন বা নেতা বানানোর অভিযোগকে ‘ষড়যন্ত্র’ বলে আখ্যা দিয়েছেন আল নাহিয়ান।
ছাত্রলীগ সভাপতি দাবি করেন, কোথাও কমিটি করলেই শুনতে হয় যে, আমরা নাকি টাকার লেনদেন করেছি৷ আমরা কোনও জায়গায় কোনও টাকার লেনদেন করিনি। এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারি৷ ছাত্রলীগ চাঁদাবাজি-টেন্ডারবাজি করে না৷
বিএনপি ছাত্ররাজনীতিকে কলুষিত করেছিল মন্তব্য করে তিনি আরও বলেন, ছাত্রলীগকে নিয়ে ষড়যন্ত্র করার জন্য একটি পক্ষ দিনরাত লেগে থাকে৷ তিলকে তাল বানিয়ে তারা নামসর্বস্ব পত্রিকায় সংবাদ পরিবেশন করায়৷ ছাত্রলীগের নেতা-কর্মীরা লোভ-লালসার মধ্যে থাকে না৷ খালেদা জিয়া ও তার স্বামী ছাত্ররাজনীতিকে কলুষিত করেছিলেন। ছাত্রনেতাদের হাতে তারা অস্ত্র ও টাকা-পয়সা তুলে দিয়েছিলেন৷
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক৷ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, গ্রেনেড হামলা মামলার অন্যতম সাক্ষী মেজর (অব.) সামসুদ্দিন আহমদ চৌধুরী প্রমুখ৷
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel