ট্রাক উল্টে সড়কে ভেঙে গেল ৩৬ হাজার ডিম!

জুমবাংলা ডেস্ক: বোঝাই ট্রাক উল্টে প্রায় ৩৬ হাজার ডিম ভেঙে গেছে। যার মূল্য প্রায় তিন লাখ টাকা। সোমবার ভোররাতে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের জেলা শহরের প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে মুরগির ডিম বহন করা ট্রাকের এক্সেল ভেঙে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাকবলিত ট্রাকে থাকা ডিম ব্যবসায়ী খোকন জানান, খুলনা মোট্রো-ন (১১-০৯৫৯) একটি মিনি ট্রাকে ডিম বোঝাই করে পাবনা থেকে শরীয়তপুর যাচ্ছিলেন।

পথে রাজবাড়ী জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনের সড়কে ওই ট্রাকের এক্সেল ভেঙে উল্টে যায়। এতে তাদের কোনো ক্ষতি না হলেও ট্রাকে থাকা এক হাজার ২০০ কেসে ৩৬ হাজার ডিম ভেঙে গেছে। এতে তার প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয় খান মাসুদ জানান, ভোর ৪টার দিকে হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে। সে সময় রাস্তায় এসে দেখেন ডিমবোঝাই একটি ট্রাক উল্টে গেছে। এতে ট্রাকের প্রায় সব ডিমই ভেঙে ডিমের কুসুম পানির মতো স্রোত হয়ে ড্রেনে গড়িয়ে যাচ্ছে।

রাজবাড়ীর ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) তারক নাথ বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসে রাস্তার একপাশ বন্ধ রেখে ক্ষতিগ্রস্ত ডিম অপসারণের ব্যবস্থা করেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ফেলে যাওয়া লুঙ্গিতে পাওয়া গেল ৫ কোটি টাকা মূল্যের আইস