Advertisement
জুমবাংলা ডেস্ক : সিরাজগঞ্জের তাড়াশ ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের চিকিৎসক দম্পতির শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। শনিবার তাদের নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজেটিভ এসেছে। তারা ঢাকায় নিজ বাসায় হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন। জেলা সিভিল সার্জন জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
করোনা আক্রান্ত চিকিৎসক জানান, সিরাজগঞ্জ বাগবাটী কোভিড-১৯ হাসপাতালে দায়িত্ব পালনকালে সেখানে দুইজন করোনা পজেটিভ রোগীর চিকিৎসা দিয়েছিলেন তিনি। পরে তিনি অসুস্থ বোধ করায় গত ১৮ মে তার ও তার স্ত্রী চিকিৎসক নুসরাত মুহতাসিমের করোনা পরীক্ষার জন্য নমুনা দেওয়া হয়। পরীক্ষার পর তাদের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



