দ্বিতীয় বিয়ের গুঞ্জনে হাত-পা বেঁধে স্বামীর পু রু ষা ঙ্গ কর্তন

জুমবাংলা ডেস্ক : নরসিংদীর শিবপুরে দ্বিতীয় বিয়ের গুঞ্জনে স্বামীর বিশেষ অঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার পুটিয়া ইউনিয়নের মুন্সেফেরচর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী স্বামীর নাম আরিফ মিয়া (২৮)। অভিযুক্ত স্ত্রীর নাম মুক্তা বেগম।

দ্বিতীয় বিয়ের গুঞ্জনে

তাঁদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। আরিফ পেশায় একজন প্রাইভেট কারচালক। স্থানীয়রা জানান, মনোহরদী উপজেলার বাসিন্দা আরিফ মিয়া, স্ত্রী মুক্তা বেগমকে নিয়ে শিবপুরের মুন্সেফেরচর গ্রামে ভাড়া থাকতেন। কয়েক দিন আগে আরিফ ‘দ্বিতীয় বিয়ে করেছেন’

এমন গুঞ্জন ছড়িয়ে পড়লে সম্প্রতি স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ শুরু হয়। গতকাল সোমবার দিবাগত রাতে ঘুমন্ত অবস্থায় ধারালো কোনো বস্তু দিয়ে স্বামীর বিশেষ অঙ্গ কেটে দেন স্ত্রী। পরে স্বামীর চিৎকারে আশপাশের বাড়ির লোকজন জড়ো হয় এবং আজ মঙ্গলবার ভোরে নরসিংদী ১০০ শয্যা জেলা হাসপাতালে জরুরি বিভাগে তাঁর চিকিৎসা করা হয়।

ভুক্তভোগী আরিফ মিয়ার ভাষ্য মতে, রাতে ঘুমের মধ্যে তার হাত-পা বেঁধে এই কাজ করা হয়। পরে সজাগ হয়ে গেলে স্ত্রী নিজেই হাত ও পায়ের বাঁধন খুলে দেয়। তিনি আরো বলেন, আমার বিশেষ অঙ্গের ৩টি রগ কেটে গেছে এবং প্রায় ১৭টি সেলাই করতে হয়েছে।

ফেসবুক প্রোফাইল যেভাবে সুরক্ষিত রাখবেন

পুটিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোসাম্মৎ শাহাজাদী জানান, কাউকে না জানিয়ে তিন মাস আগে দ্বিতীয় বিয়ে করার পরই স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। এর জেরেই গতরাতে এ ঘটনা ঘটে। তবে দ্বিতীয় স্ত্রীর বাড়ি কোন এলাকায় তা জানাতে পারেননি তিনি।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন জানান, এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী আটক আছেন। মামলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।