নাটোর প্রতিনিধি: নাটোরে পঞ্চগড় এক্সপ্রেস এবং কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির উদ্বোধন করেছেন বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে নাটোর রেল স্টেশনে ট্রেন দুইটির যাত্রা বিরতির উদ্বোধন করেন তিনি।
ট্রেনের স্টপেজ উদ্বোধনকালে স্টেশন কমিটির সভাপতি মোঃ শরিফুল ইসলাম শরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ের নাটোর স্টেশন মাস্টার অশোক কুমার চক্রবর্ত্তী, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি প্রমুখ।
নাটোরে এই দুটি ট্রেনের আসন সংখ্যা মোট ৮০টি বরাদ্ধ দেওয়া হয়েছে। এখন থেকে নাটোর রেল স্টেশন থেকে এই দুটি ট্রেনে ঢাকার উদ্দেশ্যে যাত্রী উঠানামা করতে পারবেন।
উদ্বোধনকালে সাংসদ শফিকুল ইসলাম শিমুল বলেন, বর্তমান সরকার অল্প খরচে দ্রুততম সময়ের মধ্যে যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে রেলপথের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এরমধ্যে নতুন রেলপথ স্থাপন, রেলপথের সম্প্রসারণ, রেল স্টেশনের উন্নয়ন, নতুন নতুন আন্তঃনগর ট্রেন চালু, যাত্রীদের দুর্ভোগ লাঘবে ই-টিকেট চালু অন্যতম। আগামী দিনগুলোতে রেলযাত্রাকে আরও আকর্ষণীয় করার জন্যে গৃহীত কর্ম পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।