স্পোর্টস ডেস্ক: নিউ জিল্যান্ডে পা রাখার পর থেকেই একের পর এক করোনায় আক্রান্ত হচ্ছেন পাকিস্তান ক্রিকেটাররা।
নভেম্বরের শেষ দিকে পাকিস্তান টিমে করোনা আক্রান্তের সংখ্যা ছিল সাতজন। আরও তিনজনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে।
সব মিলিয়ে দলটির ১০ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে নিউ জিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়।
এদিকে এমন খবরে ঘটনার তদন্তে নেমেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
কারণ সফরের আগে পাকিস্তানে করা টেস্টে দলের কারোর রিপোর্ট পজিটিভ আসেনি।
অথচ সফরে গিয়েই করোনা পজিটিভ হয়েছেন সরফরাজ আহমেদ, রোহাইল নাজির, নাসিম শাহ, মোহাম্মদ আব্বাস, আবিদ আলী ও দানিশ আজিজ।
দেখা গেছে, যেসব ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছেন, তারা মূলত পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট কায়দে আজম ট্রফিতে অংশ নেয়া দুটি প্রদেশের খেলোয়াড়। তাদের অধিকাংশই পিসিএল একই দলে খেলেছেন।
তাই পুরো বিষয়টি জানতে তদন্তের নির্দেশ দিয়েছে পিসিবি।
এদিকে ক্রাইস্টচার্চে হোটেলে অবস্থানরত পাক টিমে এই করোনার হানায় উল্টো তাদেরই দোষারোপ করছে নিউ জিল্যান্ড।
পাকিস্তানের ক্রিকেটাররা স্থানীয় স্বাস্থ্যবিধি না মানার কারণে এমনটি ঘটেছে বলে দাবি তাদের।
নভেম্বরের শেষ দিকে পাক টিমের ওপর করোনার স্বাস্থ্যবিধি ভঙ্গের অভিযোগ আনেন নিউ জিল্যান্ডের স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক ড. অ্যাশলি ব্লুমফিল্ড।
পাকিস্তানি ক্রিকেটারদের অনেকে কোয়ারেন্টিনে না থেকে বাইরে বারান্দায় মাস্ক পরা ছাড়াই মেলামেশা করেছেন ও খাবার ভাগাভাগি করেছেন বলে জানান তিনি।
এমনকি আরেকবার স্বাস্থ্যবিধি ভঙ্গের অভিযোগ এলে পাকিস্তান ক্রিকেট দলকে সোজা বাড়ি পাঠিয়ে দেয়া হবে বলেও সতর্কবার্তা দেয়া হয় তখন।
এখন আরও তিন সদস্য আক্রান্তের পর নিউ জিল্যান্ড-পাকিস্তান সিরিজে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
তথ্যসূত্র: নিউজ এইটিন, মাইখেল
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।