নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে শ্বশুর বাড়ি থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্বজনদের অভিযোগ, গৃহবধূকে পিটিয়ে হত্যার পর তাঁর মুখে বিষ ঢেলে দেওয়া হয়েছে। ঘটনার পর থেকে স্বামী পলাতক আছেন।
বৃহস্পতিবার (১৩ জুন) সকালে শ্রীপুর পৌরসভার লোহাগাছ গ্রামের বগারভিটা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ বলছে, নিহতের শরীরে আঘাতের চিহ্ন ও মুখ থেকে বিষের গন্ধ পাওয়া গেছে।
নিহত গৃহবধূ ফরিদা ইয়াসমিন (৪৮) শ্রীপুর পৌরসভার লোহাগাছ গ্রামের আব্দুস ছামাদের স্ত্রী (৫০)। তাঁর বাড়ি শ্রীপুর পৌরসভার লোহাগাছ গ্রামে।
নিহতের বড় ভাই ফজলুল হক বলেন, ‘পারিবারিক কলহের জেরে আব্দুস ছামাদ আমার বোনকে পিটিয়ে খুন করছে। মৃত্যু নিশ্চিত হওয়ার পর মুখে বিষ ঢেলে পালিয়ে যায়। আমার বোনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে। আশপাশের লোকজন উঠানে আমার বোনকে পড়ে থাকতে দেখে কাছে এসে মুখে বিষের গন্ধ পায়। তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
তিনি আরও জানান, বিয়ের কিছুদিন পর থেকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বোনকে মারধর করত তার স্বামী। এরপর সালিস করে বোনকে তার কাছে দেওয়া হয়েছে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শারমিন সুলতানা বলেন, ফরিদা ইয়াসমিন নামের এক নারীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে কয়েকজন। এরপর পুলিশে খবর দেওয়া হয়েছে।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সোহেল আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর মুখ থেকে বিষের গন্ধ পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।