নীলফামারী প্রতিনিধি: ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশলী দিবস উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে র্যালি ও সমাবেশ হয়েছে।
সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার আয়োজনে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নুরুজ্জামান জোয়ার্দার।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে সংগঠনের স্থানীয় অফিসে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার গোলাম কিবরিয়া বক্তব্য দেন। এছাড়াও সংগঠনের সাধারণ সম্পাদক মোনায়মুল হক, সাংগঠনিক সম্পাদক পীযুষ কান্তি রায়, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম প্রমুখ।
একই সভায় ‘লার্নিং বাই ডুয়িং হোক, শিক্ষার ভিত্তি ও আমাদের ভাবনা দু’টি কথায়’ বিষয়ক সাংবাদ সম্মেলন করেন আয়োজক সংগঠন। পরে বনার্ঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিভিন্ন দফতরে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীগণ এতে অংশগ্রহণ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।