Advertisement
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে দেওনাই নদী পুনঃখনন শুরু হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে খনন কাজ বুধবার দুপুরে উদ্বোধন করা হয়।
গোমনাতি ইউনিয়নের আমবাড়ি এলাকার বটতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ।
ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হামিদের সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময়নুল হক, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী হাফিজুল হক, কেতকীবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান জহুরুল হক।
উপ-বিভাগীয় প্রকৌশলী হাফিজুল হক জানান, চিলাহাটি হতে জলঢাকা উপজেলার ধর্মপাল পর্যন্ত ৩০ কিলোমিটার পুনঃখননের জন্য ২৬ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।