নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে জেলা পর্যায়ে ‘বিজয় ফুল উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) দিনব্যাপী প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় পুরস্কার বিতরণ করা হয় নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।
বিকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পরিবেশ ও বন মন্ত্রনালয়ের উপ-সচিব আকতারুজ্জামান, নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ বক্তব্য দেন।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান স ালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুপম মহসিন রেজা।
এতে বিজয় ফুল তৈরি, গল্প রচনা, কবিতা রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয়, চলচ্চিত্র নির্মাণ এবং দলগত দেশাত্মবোধক ও জাতীয় সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে জেলা শিশু একাডেমি ও শিল্পকলা একাডেমির শিশুশিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান করেন।
জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী জানান, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা উপলদ্ধি এবং সংগ্রামী ইতিহাস জানাবার উদ্দেশ্যে মন্ত্রী পরিষদ বিভাগ সারাদেশে এই উদ্যোগ নিয়েছে। জেলা পর্যায়ে বিজয়ীরা বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করবে বলে জানান জেলা প্রশাসক।
বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাড়াও সরকারি দফতরের প্রধানগণ এতে উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।