নীলফামারী প্রতিনিধি: সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে চিকিৎসা ও শিক্ষা খাতে ১৯৪ জন সুবিধাভোগীর মাঝে ১৭ লাখ ৪৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের তহবিল থেকে এই টাকার চেক প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুল মোত্তালেব সরকার। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক ইমাম হাসিম, সহকারী পরিচালক নুসরাত ফাতেমা বক্তব্য দেন।
অনুষ্ঠানে সমাজ কল্যাণ পরিষদের স্থানীয় তহবিল থেকে সাধারণ চিকিৎসায় ১০১ জনকে ৩ লাখ ৫১ হাজার, শিক্ষায় ১ লাখ ৪২ হাজার এবং জাতীয় তহবিল থেকে ক্যান্সার-লিভার সিরোসিস-হৃদরোগে ২৫ জনকে ১২ লাখ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
সমাজ সেবা জেলা কার্যালয়ের উপ-পরিচালক ইমাম হাসিম জানান, স্থানীয় তহবিলের আওতায় ২ হাজার থেকে ১০ হাজার এবং জাতীয় তহবিল থেকে প্রাপ্তদের ৫০ হাজার করে টাকা প্রদান করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।