পদ্মায় জেলের মাছধরা জালে ধরা পড়ল কুমির

কুমির

জুমবাংলা ডেস্ক: কুষ্টিয়ার ভেড়ামারার পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্ট এলাকায় সজল নামে এক জেলের মাছধরা জালে ঘড়িয়াল প্রজাতির কুমির ধরা পড়েছে।

শুক্রবার (৪ নভেম্বর) রাতে পরে কুমিরটি নদীতে অবমুক্ত করা হয়।
কুমির
স্থানীয় জেলেরা জানান, সন্ধ্যার দিকে স্থানীয় জেলে পদ্মা নদীতে মাছ মারার জন্য নদীতে জাল ফেলে। কিছুক্ষণ পরেই জালের মধ্যে কুমির দেখতে পায়। পরে জেলেরা কুমিরটিকে কৌশলে নৌকার ওপর তোলে।

উপজেলা বন কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, সজল নামে এক জেলের জালে ঘড়িয়াল প্রজাতির কুমির ধরা পড়ে। পরে স্থানীয় জেলেরা সংবাদ দিলে সেটি রাত সাড়ে ৮টার দিকে পদ্মা নদীতে অবমুক্ত করা হয়।

বঙ্গোপসাগরে এক ট্রলারেই ধরা পড়ল ১১৭ মণ ইলিশ