দেশের এই দুর্যোগকালীন সময় মানবিক খাদ্য সহায়তা নিয়ে সাধারণ মানুষের পাশে অনেকেই দাঁড়াচ্ছেন। দিন-রাতে লাইনে দাঁড় করিয়ে, সামাজিক দূরত্ব বজায় রেখে। ছবিও তুলছেন কেউ কেউ। তবে এবার একটু ভিন্নতা নিয়ে বিপন্ন অসহায় মানুষের পাশে দাঁড়ালো চাঁদপুর জেলা পুলিশ।
সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে জেলা পুলিশের একজন উর্ধতন কর্মকর্তা রাতের আঁধারে ছুটে গেলেন শহরের কিছু মানুষের দ্বারে। যারা লাজলজ্জায় কাউকে জানাতে পারেননি নিজের অসহায়ত্বের কথা। চাঁদপুর শহরের এমন কয়েকটি পরিবারের হাতে তুলে দেওয়া হয় পুলিশের এই মানবিক খাদ্য সহায়তা।
জানা গেছে, করোনাভাইরাস পরিস্থিতির কারণে অনেকেই কর্মহীন হয়ে পড়েন। অথচ সমাজে তাদের অনেক অবদান রয়েছে। কিন্তু পরিবেশ পরিস্থিতির শিকার হয়ে পরিবারের সদস্যদের নিয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন। গোপন ভাবে সেই সব মানুষের তালিকা করেই পর্যায়ক্রমে এবং সাধ্যানুযায়ী আগামীদিনেও এমন মানবিক খাদ্য সহায়তা দিয়ে যাবে পুলিশ।
প্রসঙ্গত, এর আগে চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান নিজে এবং তার সহকর্মীরা সামাজিক দূরত্ব বজায় রেখে অবস্থান নেওয়া এমন সহস্রাধিক পরিবারের মাঝে মানবিক খাদ্য সহায়তা বিতরণ করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।