জুমবাংলা ডেস্ক: নেত্রকোণা সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সাকিরুল ইসলামের ওপর হামলা ও মারধরের মামলায় বারহাট্টা উপজেলার বারহাট্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। খবর ইউএনবি’র।
সোমবার নেত্রকোণা জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগ সূত্রে এ খবর জানা গেছে।
বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন বারহাট্টা ইউপি চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেনের বরখাস্ত হবার আদেশ পেয়েছেন বলে জানিয়েছেন।
উল্লেখ্য, গত ২ মে উপ সহকারী প্রকৌশলী নেত্রকোণা-মোহনগঞ্জ সড়কের সংস্কার কাজ দেখতে গেলে চেয়ারম্যান সাখাওয়াত ও তার লোকজন প্রকৌশলীর ওপর হামলা চালায় এবং মারধর করে। এ ঘটনায় প্রকৌশলী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলায় চেয়ারম্যান আদালতে জামিনের জন্য গেলে বিচারক তাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
তদন্ত শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সাখাওয়াত হোসেনকে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপন জারি করে।
উল্লেখ্য, কাজী সাখাওয়াত হোসেন বারহাট্টা উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।