Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home প্রাইভেটের চেয়ে বেশি ব্যয় শিশু হাসপাতালে
    জাতীয়

    প্রাইভেটের চেয়ে বেশি ব্যয় শিশু হাসপাতালে

    Shamim RezaJuly 29, 20224 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক : রাজধানীর অনেক বেসরকারি হাসপাতালের তুলনায় সরকারি সাহায্যপুষ্ট বাংলাদেশ শিশু হাসপাতলের (সাবেক ঢাকা শিশু হাসপাতাল) চিকিৎসা ব্যয় বেশি। হাসপাতালের চিকিৎসক-কর্মচারীরা এ অভিযোগ করেছেন। তারা বলছেন, সরকারি যে কোনো হাসপাতালে মাত্র ১০ টাকার টিকিট কেটে বহির্বিভাগের সেবা পাওয়া যায়। এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগের টিকিট মাত্র ৩০ টাকা। সেখানে শিশু হাসপাতালের টিকিটের মূল্য ৬০ টাকা। আবার জরুরি বিভাগে রোগী দেখাতে হলে টিকিটের দাম দিতে হয় ১২০ টাকা। পরীক্ষা-নিরীক্ষা ব্যয় সরকারি হাসপাতালের তুলনায় দ্বিগুণের বেশি। এমনকি সাধারণ বিছানার ভাড়াও দিতে হয় ৭০০ টাকা। যে ব্যয় সাধারণের পক্ষে বহন করা একপ্রকার অসম্ভব। তবে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বরাবরই উদাসীন।

    শিশু হাসপাতালে

    সরকারি হাসপাতালের তুলনায় ঢাকা শিশু হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার ব্যয়ও অনেক বেশি। যেমন সরকারি হাসপতালে এক্স-রে করাতে দিতে হয় ২০০ টাকা; কিন্তু শিশু হাসপাতালে সর্বনিম্ন ৫০০ টাকা। ব্লাড কালচার ৫০০ টাকা। ইকো ২৪০০ টাকা। সিরাম ফিরিটিন ৮৫০ টাকা, ইলেক্ট্রোলাইট ৫৪০ টাকা। ইমারজেন্সি টিকিট ১২০ টাকা, তাও আবার একদিনের জন্য। স্কিন ও ইএনটি টিকিটের মূল্য ১২০ টাকা এবং আউটডোর টিকিটের মূল্য ৬০ টাকা। অথচ সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে টিকিটের মূল্য মাত্র ১০ টাকা।

    ঢাকা শিশু হাসপাতালের একদিনের আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) ভাড়া ৮ হাজার টাকা, সিসিঅ্যান্ডডি আইসিইউ সাড়ে তিন হাজার টাকা, ডায়ালাইসিসের জন্য রোগীকে দিতে হয় এক হাজার টাকা। হাসপাতালের ভিভিআইপি কেবিনের ভাড়া ছয় হাজার টাকা, ভিআইপি কেবিন এসি সাড়ে তিন হাজার টাকা, সিঙ্গল কেবিন নন-এসি তিন হাজার টাকা, শেয়ার কেবিন ২ বেড এক হাজার ৫০০ টাকা, শেয়ার কেবিন ৪ বেড এক হাজার টাকা, সাধারণ বিছানা ৭০০ টাকা।

       

    এ প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম টেলিফোনে কথা বলতে অনীহা প্রকাশ করেন।

    সংশ্লিষ্টরা বলছেন, সরকারি হাসপাতালগুলোতে এ ধরনের কোনো খরচ নেই। এমনকি স্বায়ত্তশাসিত চিকিৎসাসেবা প্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশুদের চিকিৎসা ব্যয়ও এর চেয়ে কম। তারা বলছেন, বাংলাদেশ শিশু হাসপাতাল একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, যা স্বাস্থ্য মন্ত্রণালয় দ্বারা নিয়ন্ত্রণ হওয়ার কথা। কিন্তু পরিচালক, উপপরিচালক (হাসপাতাল) এটির ধার না ধেরে নিজেদের ইচ্ছামতো কাজ করে যাচ্ছে। তা ছাড়া হাসপাতালের বিছানা ভাড়া পরীক্ষা-নিরীক্ষা ক্লিনিকের থেকেও বেশি। এতে করে হাসপাতাল স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে যাওয়ার পরও দরিদ্র রোগীরা ঠিকমতো চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে।

    হাসপাতাল সংশ্লিষ্টরা জানান, এমনিতেই শিশু হাসপাতালের ব্যয় অনেক বেশি। তার পর বর্তমান অর্থবছরে এ প্রতিষ্ঠানে চিকিৎসা ব্যয় আরও বাড়ানোর চিন্তাভাবনা করেছেন। যেখানে সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ও বিছানা ভাড়া কম, সেখানে শিশু হাপসাতালে দিন দিন বৃদ্ধি করার পাঁয়তারা করছে। এমনকি অফিস সময় জুনিয়র কনসালট্যান্ট দ্বারা ২০০ টাকা ভিজিট নেওয়া হচ্ছে। বিভিন্ন হাসপাতালে সাধারণত বৈকালিক সময় কনসালট্যান্ট সেবা দেওয়া হয়।

    খোঁজ নিয়ে জানা গেছে, শিশু হাসপাতালের পরীক্ষা-নিরীক্ষার চার্জ ও বিছানা ভাড়া তুলানমূলক বেশি রাখা হয়। হাসপাতালে নেই ভালো মানের এমআরআই ও সিটিস্কেন মেশিন। রোগীর এমআরআই বা সিটিস্কেন করার প্রয়োজন হলে বাইরে থেকে করিয়ে আনতে হয়। হাসপাতালের কেবিনগুলোর অবস্থাও খারাপ।

    রোগীর স্বজনদের অভিযোগ- চিকিৎসার জন্য যে পরিমাণ টাকা দেওয়া হয়, সে অনুযায়ী সেবা পাওয়া যায় না। রোগীরা সেবাবঞ্চিত হলেও হাসপাতাল কর্তৃপক্ষের সেদিকে নজর নেই। এমনকি হাসপতালের পরিচালনা পরিষদে যারা রয়েছেন, তারাও হাসপাতালের উন্নয়ন বা রোগীদের সেবা বাড়ানোর প্রতি কোনো উদ্যোগ গ্রহণ করেন না।

    নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের দুজন অধ্যাপক বলেন, শিশু হাসপাতালে সরকারের একটা থোক বরাদ্দ আসে। সেটি দিয়ে কর্মীদের বেতনের সমপরিমাণ। অন্যান্য ব্যয় মেটানো হয় পরীক্ষা-নিরীক্ষার ফি এবং চিকিৎসার বিনিময় রোগীদের থেকে প্রাপ্ত অর্থ দিয়ে। তবে শিশু হাসপাতালে রোগীদের কাছ থেকে বিভিন্ন সেবার বিপরীতে যে পরিমাণ টাকা নেওয়া হয় সেটি অনেক বেশি। তারা বলেন, শিশু হাসপাতালে বর্তমান প্রশাসন নানা ধরনের অনিয়মের প্রশ্রয় দিয়ে আসছে। বিশেষ করে দুটি ক্লিনিকে রোগীদের পাঠিয়ে দেওয়ার সঙ্গে প্রশাসনের ঊর্ধ্বতনরা সরাসরি জড়িত। তা ছাড়া অনেক সিদ্ধান্ত নেওয়া হয় ব্যক্তি সুবিধার্থে। এ ক্ষেত্রে রোগীদের বা প্রতিষ্ঠানের সুবিধা গুরুত্ব দেওয়া হয় না।

    বলিউডের যেসব তারকাদের সন্তান দত্তক নেওয়া

    এসব বিষয়ে বাংলাদেশ শিশু হাসপাতালের পরিচালনা বোর্ডের অন্যতম সদস্য এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদ-স্বাচিপ মহাসচিব অধ্যাপক ডা. এমএ আজিজ বলেন, শিশু হাসপাতালের চিকিৎসা ব্যয় তুলনামূলক বেশি। পরিচালনা বোর্ড গঠিত হয়েছে, নতুন। আমরা ইতোমধ্যে কাজ করতে শুরু করেছি। আশা করছি চিকিৎসা ব্যয় কমাতে ইতিবাচক ভূমিকা রাখতে পারব।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    চেয়ে জাতীয় প্রাইভেটের বেশি ব্যয় শিশু শিশু হাসপাতালে হাসপাতালে
    Related Posts
    VUa

    এনএসআইয়ের কর্মকর্তা পরিচয় দেওয়া সেই জাহিদ ধরা

    October 3, 2025
    মাসুদ কামাল

    হাসিনাকে ফেরাতে এ সরকার যা যা করার তাই করছে— বিস্ফোরক মন্তব্য মাসুদ কামালের

    October 3, 2025
    ভাষাসৈনিক আহমদ রফিক

    ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত‍্যুতে প্রধান উপদেষ্টার গভীর শোক

    October 3, 2025
    সর্বশেষ খবর
    Dhamrai

    ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে প্রাইভেট কারসহ আটক ৫

    Rental anarchy in Sylhet

    সিলেটে ভাড়া নৈরাজ্য : সিসিক পারেনি ১০ বছরেও, এবার নামছে পুলিশ

    web series

    রাতের ঘুম উড়িয়ে দেবে এই ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না

    কনডম ক্রয়

    রাত ১০টায় সবচেয়ে বেশি অর্ডার হয়, কনডম ক্রয়ের শীর্ষে যে শহর

    VUa

    এনএসআইয়ের কর্মকর্তা পরিচয় দেওয়া সেই জাহিদ ধরা

    Tamil

    তামিল ছবিতে নায়িকাদের নাভি ও পেট কেন উন্মুক্ত করা হয়

    মাসুদ কামাল

    হাসিনাকে ফেরাতে এ সরকার যা যা করার তাই করছে— বিস্ফোরক মন্তব্য মাসুদ কামালের

    বাসে আগুন

    মিরপুরে হঠাৎ গুলি ছুড়ে আতঙ্ক তৈরি, বাসে আগুন

    Taylor Swift The Life of a Showgirl

    Taylor Swift’s Life of a Showgirl Lyrics: Decoding the Hidden Easter Eggs

    Bow

    বউ বিক্রি হয় যে শহরের বাজারে

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.