
জুমবাংলা ডেস্ক : জামালপুরের বকশীগঞ্জে প্রেমের টানে ভারতে যাওয়া ৯ম শ্রেণি পড়ুয়া তরুণীকে ফেরত দিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার (১৮মার্চ) রাত ৮ টার দিকে ভারত-বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর পতাকা বৈঠক শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে পুলিশ পারিবারের কাছে ফেরত দেয় তরুণীকে।
বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ৩৫, ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) লে. কর্ণেল মুনতাসির বলেন, দেওয়ানগঞ্জ উপজেলার পাররামপুর ইউনিয়নের উঃ রহিমপুর গ্রামের মো. আলীর কন্যা ভারতীয় সীমান্তবর্তী গ্রামের আক্তার হোসেন নামের এক ছেলের সাথে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। ওইদিন বিকালে প্রেমের টানে বকশীগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে চলে যায় ওই তরুণী। পরে আক্তার হোসেনকে খুঁজতে থাকে।
এ সময় সন্দেহজনক আচারণে বিএসএফ আটক করে। পরে জিজ্ঞাসাবাদে ওই তরুণী জানান তার বাড়ি বাংলাদেশে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ বর্ডারগার্ড (বিজিবি) এর সাথে যোগাযোগর করে বকশীগঞ্জ কামালপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেয়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


