জুমবাংলা ডেস্ক: জাতীয় সংসদের প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া তাঁর নির্বাচনী এলাকায় অত্যন্ত জনপ্রিয় এবং গ্রহণযোগ্য ছিলেন। তিনি জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করে গাইবান্ধা-৫ আসন থেকে সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
তাঁর মৃত্যুতে আজ (৩ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর নীলক্ষেতে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমী মিলনায়তনে গাইবান্ধা সমিতি, ঢাকা আয়োজিত শোকসভা এবং দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।
এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ও সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরী। হাইকোর্ট বিভাগের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার, সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি, প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী সেলিমা খাতুন, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরক্ত সচিব নীলিমা আখতার, ঢাকার বিভাগীয় কমিশনার খলিলুর রহমান, এপিডি আবদুস সবুর মন্ডল, সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুহুল আমিন এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।
বক্তারা গাইবান্ধা সমিতি, ঢাকা‘র আজীবন সদস্য ফজলে রাব্বী মিয়ার বর্ণাঢ্য ও কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন। ঢাকায় বসবাসরত গাইবান্ধার বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ, সমিতির সদস্য এবং প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার পরিবারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। পরে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।