জুমবাংলা ডেস্ক: ফরিদপুরের মল্লিকপুরে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ছয় সদস্য নিহত হয়েছেন। আর গুরুতর আহত হয়েছেন এক নারী। তাঁকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নিহতরা হলেন বোয়ালমারী উপজেলার ছোলনা গ্রামের চিকিৎসক ডা. শরীফুল ইসলাম হাদী, তাঁর মেয়ে তাবাসসুম, শ্যালিকা তাকিয়া, বোনের মেয়ে তানজু, স্বজন পুলিশের উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন ও মাইক্রোবাসের চালক নড়াইলের নাহিদ। দুর্ঘটনায় ডা. শরীফুল ইসলামের স্ত্রী রিব্বি গুরুতর আহত হয়েছেন।
ফরিদপুরের করিমপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শাপুর আহমদ জানান, সুনামগঞ্জ থেকে যশোরগামী মামুন পরিবহনের একটি বাস ও ফরিদপুরের বোয়ালমারী থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষ হয়।
নিহতদের উদ্ধারে কাজ করছে বলে জানান করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফুর রহমান। তিনি বলেন, ভোর ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি বোয়ালমারী উপজেলা থেকে ঢাকায় যাচ্ছিল। অন্যদিকে ঢাকা-সুনামগঞ্জ রুটে চলাচলকারী মামুন পরিবহনের একটি বাস যাচ্ছিল খুলনায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



