জুমবাংলা ডেস্ক : বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌরসভা নির্বাচনে ধানের শীষের ৪টি নির্বাচনী ক্যাম্প ভাঙচুর এবং অফিস বন্ধ করার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।
এ বিষয়ে রোববার দুপুরে বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী তোফাজ্জল হোসেন ভুট্টু।
অভিযোগে বলা হয়, সান্তাহার পৌরসভার ৯টি ওয়ার্ডে নির্বাচনী প্রচারণার জন্য ধানের শীষের পোস্টার টাঙানো ও প্রতিটি ওয়ার্ডে নির্বাচনী অফিস (ক্যাম্প) করা হয়। ধানের শীষের প্রচারণায় ঈর্ষান্বিত ও ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ নৌকার প্রার্থী আশরাফুল ইসলাম মন্টুর প্রত্যক্ষ নির্দেশে ৩৫-৪০ জনের একটি গ্রুপ ৪টি ওয়ার্ডের নির্বাচনী অফিস ভাঙচুর করেন এবং বন্ধের হুমকি দেন। এ সময় তারা নৌকা মার্কার অফিস পুড়িয়ে ফেলে ধানের শীষের নেতাকর্মীদের নামে মামলা দেয়ার হুমকি দিয়ে চলে যান।
এদিকে অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আশরাফুল ইসলাম মন্টু জানান, বিএনপির কোনো অফিস ভাঙচুর বা কাউকে মামলা দেয়ার হুমকি দেয়া হয়নি।
তোফাজ্জল হোসেন ভুট্টু বলেন, সুষ্ঠু নির্বাচন যেন না হয় এজন্য শুরু থেকেই প্রতিপক্ষ নৌকার প্রার্থী নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর আগে পহেলা জানুয়ারি অফিস ভাঙচুরের ঘটনায় বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে। সুষ্ঠু নির্বাচনের জন্য অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আদমদীঘি উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদ অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগপত্রটি গ্রহণের পর জেলা নির্বাচন অফিসারের কাছে পাঠিয়ে দিয়েছি। এ ব্যাপারে তারাই পরবর্তী পদক্ষেপ নেবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।