জুমবাংলা ডেস্ক : রাজধানীর বনানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। গার্মেন্ট বন্ধের প্রতিবাদে শনিবার সকাল সাড়ে ৮টা থেকে এই বিক্ষোভ শুরু করেন তারা। এতে করে বিজয় সরণি থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
জানতে চাইলে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান হক বলেন, নেপারেল গার্মেন্টস লিমিটেড নামের একটি কারখানা বন্ধ করা হয়েছে।
এর প্রতিবাদে শ্রমিকরা আজ সকাল থেকে বিক্ষোভ করছেন। শ্রমিকদের বোঝানো হয়েছে। তবুও তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। আমরা মালিকপক্ষের সঙ্গে কথা বলেছি।
তারা এলে শ্রমিকদের সঙ্গে কথা বলবেন। সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।