নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি প্রোগ্রামের স্থগিতকৃত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (কোড: HSC-1885) বিষয়ের পরীক্ষা আগামী ৯ আগস্ট (শনিবার) অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই পরীক্ষা গ্রহণ করা হবে।
বিশ্ববিদ্যালয়ের পরিচালক মো. খালেকুজ্জামান খান জানান, পূর্বনির্ধারিত সময় অনুযায়ী গত ১৮ জুলাই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছিল। এবার পুনঃনির্ধারিত তারিখে পরীক্ষা নেওয়া হবে এবং বাকি পরীক্ষাগুলোর সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী পরীক্ষার্থীদের যথাযথ প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশ নিতে হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.bou.ac.bd-এ পাওয়া যাবে। এছাড়া, প্রয়োজনীয় তথ্যের জন্য পরীক্ষার্থীরা নিজ নিজ আঞ্চলিক বা উপ-আঞ্চলিক কেন্দ্রেও যোগাযোগ করতে পারবেন।
পরীক্ষার স্বচ্ছ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।