জুমবাংলা ডেস্ক: বাগেরহাটের পশুর নদীতে খেয়া পারাপারের ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে পশুর নদীর মোংলা উপজেলাধীন খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। খবর ইউএনবি’র।
নিহত সুন্দর বিশ্বাস (৫৫) খুলনা জেলার দাকোপ উপজেলার লাউডোব গ্রামের প্রফুল্ল বিশ্বাসের ছেলে। তিনি মোংলার একটি গ্যাস কারখানার শ্রমিক ছিলেন বলে জানা গেছে।
বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সরদার মাসুদুর রহমান জানান, সকাল ৮টার দিকে নারী-শিশুসহ প্রায় ৭০ জন যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত খেয়া নৌকাটি মোংলা ঘাটে ভেড়ার সময় পাশে থাকা ড্রেজারের সঙ্গে ধাক্কা লাগলে ডুবে যায়। খবর পেয়ে দমকলকর্মীরা ঘটনাস্থলে গিয়ে নদী থেকে একজনের লাশ উদ্ধার করেন।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, খেয়া নৌকাডুবির ঘটনায় কতজন নিখোঁজ রয়েছে সে ব্যাপারে এখনও জানা যায়নি। বেশিরভাগ যাত্রী সাঁতরিয়ে তীরে উঠে যায়। তবে কয়েকজন নিখোঁজ থাকতে পারে এমন সন্দেহে কোস্টগার্ড ও ফায়ার ব্রিগেডের তিনটি ইউনিট পশুর নদীতে তল্লাশি চালাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।