জুমবাংলা ডেস্ক: টানা কয়েকদিন বায়ুদূষণে শীর্ষস্থানে অবস্থান করলেও উন্নতি হচ্ছে রাজধানী ঢাকার বায়ুর মানের। বিপজ্জনক অবস্থা কেটে রবিবার ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় ছিল। তবে আজ সোমবার আরও উন্নতি হয়েছে ঢাকার বায়ুর মানের। এদিন সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার বায়ু ‘অস্বাস্থ্যকর’ অবস্থা কেটে বিশেষ ব্যক্তিদের জন্য ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।
১০১ স্কোর নিয়ে তালিকার ২৬তম অবস্থানে রয়েছে ঢাকা। এ তালিকায় ১৯৯ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে রাশিয়ার ক্রাসনোয়ারস্ক।
সোমবার বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ার থেকে এ তথ্য পাওয়া যায়।
আইকিউ এয়ারের তালিকায় দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে ভারতের মুম্বাই। এ শহরের স্কোর ১৭৩। ১৭২ স্কোর নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে পাকিস্তানের করাচি শহর। ১৬৮ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে পোল্যান্ডের ক্র্যাকো শহর। পঞ্চম অবস্থানে বসনিয়া ও হার্জেগোভিনার সারাজেভো শহর। এই শহরের স্কোরও ১৬৮। ষষ্ঠ অবস্থানে রয়েছে ইতালির মিলানো, স্কোর ১৬৬। ১৬৪ স্কোর নিয়ে সপ্তম অবস্থানে আফগানিস্তানের কাবুল। আর অষ্টম মঙ্গোলিয়ার উলানবাটার, স্কোর ১৬৪। নবম ও দশম স্থানে যথাক্রমে থাইল্যান্ডের চিয়াংমাই (১৬৪) ও পাকিস্তানের লাহোর (১৬৩)।
আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ৬টি ক্যাটাগরিতে রাখা হয়েছে বিশ্বের ১০০টি শহরকে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হল ‘বিপজ্জনক’। কোনও শহরের স্কোর ৩০০-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়।
এর পরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)।
তালিকা অনুযায়ী, ভালো বায়ুর তালিকায় ৪ স্কোর নিয়ে ১০০তম অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহর। সমান স্কোর নিয়ে ৯৯তম অবস্থানে রয়েছে নরওয়ের অসলো।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের ২২তম রাষ্ট্রপতি হলেন মো. সাহাবুদ্দিন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।