Advertisement
জুমবাংলা ডেস্ক: লালমনিরহাট জেলার কালীগঞ্জে বাল্যবিয়ের দায়ে আবু হানিফ নামে এক কাজিকে ছয় মাসের জেল এবং বর আশরাফুল ইসলামেরকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। খবর ইউএনবি’র।
উপজেলার দলগ্রাম ইউনিয়নের বড়দিঘির পাড় এলাকায় রবিবার রাত সাড়ে ৯টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও রবিউল হাসান।
তিনি জানান, বড়দিঘির পাড় এলাকায় নবম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ে হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিয়ে বাড়িতে উপস্থিত কাজি আবু হানিফকে আটক করে পুলিশ। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান ও বর আশরাফুল ইসলামকে পাঁচ হাজার টাকা জরিমান করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।