জুমবাংলা ডেস্ক : ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলায় সড়ক দুর্ঘটনায় ইসমাইল হোসেন (২৫) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার সনাতনপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত ইসমাইল হোসেন উপজেলার ভেড়াখালি গ্রামের মুজিবর রহমানের ছেলে। তিনি চুয়াডাঙ্গা জেলার দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রে (বর্তমানে নতুন থানা হয়েছে) কর্মরত ছিলেন।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা জেলার দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্র থেকে মোটরসাইকেলে করে ঝিনাইদহের হরিনাকুন্ডু ভেড়াখালি গ্রামে নিজ বাড়িতে যাচ্ছিল ইসমাইল হোসেন। পথে সনাতনপুর নামক স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খান। এতে গুরুতর আহত হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।