জুমবাংলা ডেস্ক: ছুটিতে এসে দেশে আটকা পড়া সৌদি প্রবাসীরা কর্মস্থলে ফিরতে উড়োজাহাজের টিকিট সংগ্রহে চেষ্টা করে যাচ্ছেন কয়েক দিন ধরেই। যাদের অনেকেরই ভিসার মেয়াদ শেষ হচ্ছে আজ। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ২৪ দিন ভিসা ও আকামার মেয়াদ বৃদ্ধির যে তথ্য দেয়া হয়েছে, তারও কোনো নিশ্চয়তা পাননি প্রবাসীরা। সবকিছু মিলেই কর্মস্থলে ফেরা নিয়ে এক প্রকার অন্ধকারেই আছেন তারা।
এসবের সমাধান চেয়ে গতকালও রাস্তায় বিক্ষোভ করেন অসহায় প্রবাসী কর্মীরা।গতকাল সকাল থেকে সোনারগাঁও হোটেলের সামনের সড়কে অবস্থান নিতে থাকেন সৌদি প্রবাসীরা। তারা ভিসা ও আকামার মেয়াদ বৃদ্ধি এবং সৌদি এয়ারলাইনসের টিকিটের দাবিসংবলিত ব্যানার প্রদর্শন ও বিক্ষোভ করেন।
দাবিগুলোকে সামনে রেখে স্লোগান দিতে দিতে দিতে সার্ক ফোয়ারা চত্বর প্রদক্ষিণ করেন তারা। সড়ক অবরোধেরও চেষ্টা করেন। তবে পুলিশের বাধার মুখে অবরোধ থেকে সরে আসেন বিক্ষোভকারীরা। এরপর প্রবাসীদের একাংশ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, আরেকাংশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে চলে যান। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে তারা অবস্থান নেন। মূলত অগ্রাধিকার ভিত্তিতে টিকিটের দাবি ছাড়াও করোনাকালীন স্বয়ংক্রিয় ভিসা ও আকামার মেয়াদ বৃদ্ধির দাবিতে রাস্তায় নামেন তারা।
বিক্ষোভকারীরা জানান, তাদের অনেকের ভিসার মেয়াদ আজ (৩০ সেপ্টেম্বর) শেষ হয়ে যাচ্ছে। কিন্তু ভিসার মেয়াদ বৃদ্ধি বা বিমান টিকিট রি-কনফার্ম করার জন্য এখনো টোকেনই পাননি। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ২৪ দিন ভিসা ও আকামার মেয়াদ বৃদ্ধির কথা বলা হয়েছে। এজন্য প্রবাসীরা সৌদি দূতাবাসে গেলে সেখান থেকে বলা হয় এজন্য ৩১টি ভিসা এজেন্সি নির্ধারণ করা হয়েছে।
কিন্তু এজেন্সিগুলোর কাছে গেলে তারা বলছেন, এ-সংক্রান্ত কোনো নির্দেশনা এখনো তারা পাননি। ফলে এক ধরনের অনিশ্চয়তার মধ্যে রয়েছেন তারা। এ কারণে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।
এদিকে আটকে পড়া প্রবাসীদের কর্মস্থলে ফেরাতে সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালনা শুরু করেছে সৌদি এয়ারলাইনস।
অন্যদিকে ঢাকা থেকে সৌদি আরবের তিনটি শহরে মোট ১২টি বিশেষ ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
এক বিজ্ঞপ্তিতে বিমান জানিয়েছে, ৩০ সেপ্টেম্বর (আজ) এবং ১, ৪, ৫ ও ৬ অক্টোবর ঢাকা থেকে জেদ্দায় ফ্লাইট পরিচালনা করবে বিমান। এছাড়া ঢাকা থেকে রিয়াদে ২, ৪, ৯ ও ১১ অক্টোবর এবং দাম্মামে ১, ৩ ও ৫ অক্টোবর ফ্লাইট যাবে। জেদ্দাগামী যেসব যাত্রীর ২২-২৪ মার্চের মধ্যে টিকিট ছিল তাদের ফ্লাইট হবে ৩০ সেপ্টেম্বর। ২৫-২৮ মার্চের টিকিটধারীদের ফ্লাইট ১ অক্টোবর এবং বুকিংয়ের জন্য বিমানের কাউন্টারে যোগাযোগ করতে হবে।
এছাড়া ২৯-৩১ মার্চের টিকিটধারীদের ফ্লাইট ৪ অক্টোবর, বুকিংয়ের জন্য যোগাযোগ করতে হবে ৩০ সেপ্টেম্বর। ১ থেকে ৪ এপ্রিল যাদের টিকিট ছিল, তাদের ফ্লাইট ৫ অক্টোবর এবং যোগাযোগ করতে হবে ১ অক্টোবর। ৫-৮ এপ্রিলের মধ্যে যাদের টিকিট ছিল তাদের ফ্লাইট ৬ অক্টোবর এবং বুকিংয়ের জন্য যোগাযোগ করতে হবে ২ অক্টোবর।
সৌদি প্রবাসীদের ইকামা ও ভিসার মেয়াদ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, সৌদিতে যারা যাওয়ার তারা অনেকেই যাচ্ছেন। শুনতে পাচ্ছি অনেকের কফিল তাদের ছাড়পত্র দিচ্ছে না। তার মানে ওরা চায় না তাদের। সৌদিতে গিয়ে যেহেতু কফিলের সঙ্গে কাজ করবে। এই কয়েকজন আটক আছে। বাকি কয়েক হাজার লোক তো যাচ্ছে। তাদের আমরা টিকিটও দিচ্ছি। এ নিয়ে কাল (আজ) আমরা বিভিন্ন দূতাবাসের লোকদের সঙ্গে সাক্ষাৎ করে আলাপ করব। দেখি এ কফিল সমস্যা কীভাবে কী করা যায়।
ইকামা সমস্যার সমাধান আরবি চলতি সফর মাস থেকে বাড়ানো যায় কিনা? এ বিষয়ে তিনি বলেন, দেখা যাক কী হয়। তবে এ সময় যথেষ্ট। কারণ আমরা অনেক ফ্লাইট চালু করছি। বিমানও আসছে, সৌদি এয়ারলাইনসও আসছে। তারা যেতে পারবে। সূত্র: বণিক বার্তা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।