জুমবাংলা ডেস্ক : করোনার যুদ্ধে ১৪হাজার মানুষের পাশে দাড়িয়েছেন বগুরার আব্দুল মান্নান আকন্দ। রান্না করা খাবার খাবার পৌঁছে দিচ্ছেন বগুড়া পৌর এলাকা বিভ্ন্নি স্থানে। করোনার এমন দূর্যোগে এই উদ্যোগের প্রশংসা করেন অনেকেই। যেখানে কর্মসংস্থানের সুযোগ অনেকের।

কাটা হচ্ছে সবজি, হচ্ছে রান্না, দেখে মনে হবে বিয়ে বাড়ির আয়োজন। কিন্তু না; এই আয়োজন করোনা দুর্যোগে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের জন্য। বগুড়ার আবদুল মান্নান আকন্দের ব্যক্তিগত উদ্যোগ এটি।
প্রতিদিন প্রায় ১৪ হাজার মানুষের জন্য এই রান্না হয়। দেড় হাজার কেজি চাল, দুইশ কেজি ডালসহ নানা রকমের প্রায় ২৫ মন সবজি দিয়ে রান্না করা হয় খিচুড়ি। পরে ভ্যানে করে খাবার পৌঁছে দেয়া হয় মানুষের বাড়িতে বাড়িতে।
আর এই কাজে কর্মসংস্থান হয়েছে অনেকের। সামাজিক দূরত্ব মানা যায় বলে এমন উদ্যোগের আরো বেশি প্রশংসিত হচ্ছে।
আপাতত বগুড়া পৌর এলাকার ২১টি ওয়ার্ডের অভাবী মানুষের মাঝে সরবরাহ করা হচ্ছে এই খাবার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


