নিজস্ব প্রকিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে দতির বিল থেকে হাত ভাঙ্গা অর্ধগলিত অজ্ঞাত (৬০) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করে কালীগঞ্জ থানা পুলিশ। রোববার (০৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের নরুন গ্রাম সংলগ্ন দতির বিলে থেকে এ ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে। পরে দুপুরে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (অপারেশন) সঞ্চয় সাহা বলেন, এলাকার লোকজন প্রতিদিনের ন্যায় ওই বিলে মাছ ধরতে গিয়ে বিলের পানিতে মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন ইউপি সদস্যের মাধ্যমে থানা পুলিশকে অবগত করে। পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে অর্ধেগলিত বিবস্ত্র অবস্থায় ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। পরে প্রাথমিক সুরতহাল শষে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরো জানান, ধারনা করা হচ্ছে আনুমানিক ৭/৮ দিন আগে তাকে কে বা কারা হত্যা করে বিলে মরদেহ ফেলে গেছে।
গাজীপুর পিবিআই পুলিশ পরিদর্শক জামাল উদ্দিন খান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই গিয়ে মরদেহের পরিচয় সনাক্তের চেষ্টা করি। কিন্তু গলিত ও আঙ্গুলের চামড়া না থাকায় পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।