জুমবাংলা ডেস্ক : যশোরের বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের সময় অর্ধকোটি টাকা মূল্যের ৪টি সোনার বারসহ আব্দুল জলিল নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
রবিবার (১৪ মার্চ) বিকাল ৫টায় বেনাপোল সীমান্তের বোয়ালিয়া গ্রাম থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা একটি মোটরসাইকেলকে ধাওয়া করে সোনার বারসহ তাকে আটক করে।
আটক সোনা পাচারকারী বেনাপোল পোর্টথানার ছোট আচড়া গ্রামের মহরম আলীর ছেলে।
৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে: কর্ণেল সেলিম রেজা জানায়, তাদের কাছে গোপন খবর আসে সীমান্ত পথে একটি সোনা চালান ভারতে পাচার হবে। এমন সংবাদে বিজিবি সীমান্তে নিরাপত্তা জোরদার করে। এক পর্যায়ে সীমান্তের দিকে প্রবেশকালে একটি মোটরসাইকেলকে ধাওয়া করে আব্দুল জলিলকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে কোমর থেকে ৪শ গ্রাম ওজনের ৪টি সোনার বার পাওয়া যায়।
আটককৃত সোনার বাজার মূল্য প্রায় অর্ধকোটি টাকার কাছাকাছি। আটকের বিরুদ্ধে সোনা পাচার আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানায় বিজিবি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।