Advertisement
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি ব্যাটারী কারখানার পানির ট্যাংকি থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গোপালদী পৌর এলাকার মোল্লারচর গ্রামে অবস্থিত চায়না মালিকানাধীন একটি ব্যাটারির কারখানার ট্যাংকি থেকে এই লাশটি উদ্ধার করে পুলিশ। নিহতের নাম সখিনা বেগম (৬২)। সে উপজেলার গোপালদী পৌরসভার ভিটি কলাগাছি গ্রামের ইব্রাাহীমের স্ত্রী।
গোপালদী পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) নাসির উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।
এ ব্যাপারে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel