জুমবাংলা ডেস্ক: খাগড়াছড়ির দীঘিনালায় বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ব্যানার ছিঁড়েছে দুর্বৃত্ত। গতকাল রাতে উপজেলার ছোটমেরুং বাজারে বঙ্গবন্ধু চত্ত্বরে এ ঘটনা ঘটে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।
মেরুং বাজার এলাকার বাসিন্দা এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এফ এম আলমগীর হোসেন জানান, বঙ্গবন্ধু চত্ত্বরে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ব্যানার দিয়ে মোড়ের মাঝের গাছটির চারপাশ ঘেরা ছিল। সকালে দেখা যায় ব্যানারটি কেটে দেওয়া হয়েছে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব জানান, ঘটনাস্থলে ব্লেড পাওয়া গেছে, বিষয়টি নিয়ে পুলিশ গুরুত্বের সাথে তদন্ত করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


