জুমবাংলা ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার মাওলানা যুবায়ের আহমেদ আনসারীর জানাজার ঘটনাকে কেন্দ্র করে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের মেঘনা সেতু দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ। তবে জরুরি পণ্য পরিবহন এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

রবিবার ভোর থেকে ভৈরব থানা পুলিশ এই ব্যবস্থা গ্রহণ করে। সড়ক সেতুর ভৈরব ও আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় আলাদাভাবে পুলিশের চেকপোস্ট বসানো হয়।
ভৈরবের ব্রহ্মপুত্র নদে অবস্থিত সেতু ও কিশোরগঞ্জ সড়কের কাছেও পুলিশের চেকপোস্ট বসানো হয়।
বর্তমানে করোনা পরিস্থিতি ও ব্রাহ্মণবাড়িয়ার জানাজার ঘটনায় এই কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।
জরুরি পণ্য, কাঁচামাল, ওষুধ, কৃষিজাত দ্রব্য, ধান কাটার শ্রমিক, অ্যাম্বুলেন্স ছাড়া কোনো ধরনের যানবাহন সেতু দিয়ে প্রবেশ বা যাওয়া-আসা করতে দেয়া হচ্ছে না। এ ছাড়া ঢাকা-সিলেট ও ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ সড়ক পথেও একইভাবে কড়াকড়ি করা হয়েছে।
ভৈরব থানার ওসি মো. শাহিন জানান, শনিবার ব্রাহ্মণবাড়িয়ার জানাজার ঘটনায় ভৈরবের দিক থেকে কোনো মানুষ সেখানে অংশ নেয়নি। আগে থেকে ভৈরবের মেঘনা সেতুর টোলপ্লাজায় কড়াকড়ি ছিল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রোববার আরও কঠোর করা হয়েছে বলে তিনি জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



