ভারতের সামরিক ও রাজনৈতিক নেতাদের হুঁশিয়ারির পর পাকিস্তানও পাল্টা কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। সীমান্তে কোনো ধরনের দুঃসাহসমূলক পদক্ষেপের প্রেক্ষিতে দুই দেশের মধ্যে আঞ্চলিক উত্তেজনা তীব্র হয়ে উঠেছে।
গুজরাটের কচ্ছে সামরিক ঘাঁটিতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, পাকিস্তান স্যার ক্রিক সংলগ্ন অঞ্চলে সামরিক অবকাঠামো তৈরি করার চেষ্টা করছে, যা ভারতের কাছে অগ্রহণযোগ্য। পরদিন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, পাকিস্তানকে তাদের ভূ-অস্তিত্ব রক্ষার জন্য সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে, নইলে ভারত সংযম হারাবে।
এর প্রতিক্রিয়ায় পাকিস্তানের সেনাবাহিনী শনিবার বিবৃতিতে জানিয়েছে, “ভারতের বিভ্রান্তিকর, উসকানিমূলক ও যুদ্ধংদেহী মন্তব্যে আমরা গভীর উদ্বিগ্ন। ভবিষ্যতে সংঘাত হলে তা ভয়াবহ পরিণতি ডেকে আনবে।”
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আরও বলেন, “এবার ভারতকে তাদের যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের নিচে কবর দেওয়া হবে।”
তিনি ভারতের সামরিক ও রাজনৈতিক নেতাদের সাম্প্রতিক মন্তব্যকে ব্যর্থতা ও চাপের প্রতিফলন হিসেবে দেখছেন।
উল্লেখ্য, মে মাসে কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ে, যা পরে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতির মাধ্যমে থামানো হয়।https://inews.zoombangla.com/%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%87%e0%a6%89%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%93-%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%a6%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%af/
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।