
জুমবাংলা ডেস্ক: করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে ভারতে আটকা পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ। খবর ইউএনবি’র।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয, ভারত থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ইউএস-বাংলা ২১ ও ২৩ এপ্রিল ঢাকা-কলকাতায় দুটি ফ্লাইট এবং ২০-২৫ এপ্রিল চেন্নাই-ঢাকা রুটে ৬ দিনে ছয়টি ফ্লাইট পরিচালনা করবে।
প্রতিদিন দুপুর সোয়া ১২টার দিকে চেন্নাই থেকে ঢাকার উদ্দেশে ইউএস-বাংলার ফ্লাইট ছেড়ে আসবে। একইভাবে বেলা সাড়ে ১১টার দিকে কলকাতা থেকে ফ্লাইট ছাড়বে ঢাকার উদ্দেশে। এ দুই রুটেই ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজে ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি।
করোনার কারণে ভারতের বিভিন্ন অঞ্চলে মাসখানেক ধরে আটকা রয়েছেন সহস্রাধিক বাংলাদেশি। আকাশপথে ফ্লাইট বন্ধ থাকায় তারা দেশে ফিরতে পারছিলেন না। এ অবস্থায় ইউএস-বাংলা এয়ারলাইন্স হাত বাড়িয়ে দিয়েছে। তবে বিশেষ এ ফ্লাইটে শুধু বাংলাদেশিরা ভ্রমণ করতে পারবেন।
টিকিট বুকিং সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ১৩৬০৫ অথবা ০১৭৭৭৭৭৭৭৮০-৬ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।