ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ভোটের আগের দিন বিকেল থেকে শুরু করে ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত আপনারা পাহারা দেবেন। আপনাদের ভোট সুরক্ষিত আছে কি না, তা খেয়াল রাখবেন।
তিনি বলেন, কেউ যেন ভোট কারচুপির স্বপ্ন না দেখে। পুলিশ, সেনাবাহিনী, বিজিবিসহ এলাকার সাধারণ মানুষ তাদের প্রতিহত করবে।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে আশুগঞ্জ উপজেলার তারুয়া ও শরীফপুর ইউনিয়নের টঙ্গীপাড়া এবং লালপুর ইউনিয়নে আয়োজিত বিভিন্ন নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
এ সময় ব্যারিস্টার রুমিন ফারহানা তার প্রতীক হাঁস মার্কায় ভোট চেয়ে বলেন, হাঁস হলো সততা ও সাহসের প্রতীক। হাঁস হলো মামলাবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধের প্রতীক। ৩০০ আসনের সংসদে এমপিদের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলার প্রতীক। তিনি সকলকে হাঁস মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, টাকার বিনিময়ে কিংবা ভয়ভীতির মুখে পড়ে অন্য কোথাও ভোট দেবেন না। আপনার একটি ভোট অত্যন্ত মূল্যবান। এই ভোট আপনার, আপনার সন্তানের এবং এলাকার ভবিষ্যতের। আজ যদি কেউ ভোট কিনতে চায়, তাহলে আগামীকাল আপনার হক কেড়ে নেওয়ার মাধ্যমে তা পুষিয়ে নেবে। দুনিয়াতে ফ্রি বলে কিছু নেই।
রুমিন ফারহানা বলেন, তিনি বিজয়ী হলে সরাইল ও আশুগঞ্জকে পৌরসভায় উন্নীত করা হবে এবং এলাকার রাস্তাঘাটসহ সার্বিক উন্নয়ন করা হবে।
তিনি আরও অভিযোগ করে বলেন, ৫ আগস্টের পর বহু মানুষের নামে মামলা হয়েছে। টাকা দিলে মামলা তুলে দেওয়ার কথা বলা হচ্ছে, টাকা না দিলে মামলায় নাম দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। আপনারা কি আবারও এই অপশাসন চান?
তিনি বলেন, আমি কারও ওপর কোনো জুলুম করিনি। তাই হাঁস মার্কার বাইরে ভোট দেওয়ার সুযোগ নেই।
পথসভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান বাবুল, রাসেল আহম্মেদ, মো. মাসুম মোল্লা ও জাকির হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


