জুমবাংলা ডেস্ক: মাগুরার মহম্মদপুর উপজেলায় প্রায় ১৫ একর ফসলি জমি বৃহস্পতিবার রাতে মধুমতি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। খবর ইউএনবি’র।
স্থানীয় কৃষকরা বলছে যে নদী ভাঙন নয়, এটা ভূমি ধস। নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে এমন ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
সংশ্লিষ্টরা জানান, উপজেলার মাধবপুর গ্রামে মধুমতির পলি মাটি পড়ে গড়ে ওঠে বিশাল আয়তনের চর। যার সিংহ ভাগে চাষ করেন নদী পাড়ের মানুষজন। প্রায় ৩০ বছর ধরে ওই এলাকার লোকজন এ চরের জমিতে সরিষা, পাট ও বোরো ধান আবাদ করে জীবিকা নির্বাহ করে আসছেন।
বৃহস্পতিবার রাতে ধান ও পুরোনো কয়েকটি বাবলা গাছসহ প্রায় ১৫ একর কৃষি জমি হঠাৎ নদী গর্ভে ধসে যায়। মাত্র ২ ঘণ্টা সময়ের মধ্যে ২০ ফুট গভীর হয়ে ওই জমি বিলীন হয়ে যায়।
ক্ষয়ক্ষতির পরিমাণ দেখতে উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা প্রণব কুমার রায়, এমলাচুর জামান ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যার মীর মো. সাজ্জাদ আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।