জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পৃথকস্থান থেকে দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) দুপুরে শিমরাইল মোড় ও সানারপাড় এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানিয়েছেন, সকাল থেকে মরদেহ দুটি পড়ে ছিল। মৃত দুইজনের বয়স আনুমানিক ৫৫ থেকে ৫৭ বছরের মধ্যে।
পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কীভাবে তাদের মৃত্যু হয়েছে জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে পরিচয় জানার চেষ্টা চলছে বলে থানার পরিদর্শক আজিজুল হক জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


