মাছের ঘের থেকে জলজ্যান্ত কুমির উদ্ধার

কুমির উদ্ধার

জুমবাংলা ডেস্ক: শরীয়তপুরের গোসাইরহাটে মাছের ঘের থেকে কুমির উদ্ধার করেছেন স্থানীয়রা। গতকাল সোমবার রাত ৮টার দিকে গোসাইরহাট উপজেলার আলাওলপুর ইউনিয়নের পাজালকান্দি গ্রামের খলিল কাজির মাছের ঘের থেকে কুমিরটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যার দিকে তারা মাছের ঘেরে একটি কুমিরকে মাটি খুঁড়তে দেখেন। এরপর তারা ফাঁদ পেতে কুমিরটি ধরেন। এই কুমিরের দৈর্ঘ্য প্রায় আট ফুট।

আলাওলপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফখরুল হাসান মোল্লা বলেন, ‘আমার বাপদাদার আমলেও কেউ এ এলাকায় মাছের ঘের বা পুকুরে এত বড় কুমির দেখেনি। বিষয়টি আমাদের চিন্তায় ফেলে দিয়েছে। কারণ, এলাকার বাকি মাছের ঘেরেও যদি এ রকম কুমির থাকে, তাহলে তো বড় বিপদে পড়তে হবে।’
কুমির উদ্ধার
পাজাকান্দি সমবায় সমিতির সভাপতি লিটন পাজাল বলেন, ‘কীভাবে এত বড় একটা কুমির এখানে এলো, তা নিয়ে আমরা আতঙ্কে আছি। আমাদের এলাকার পাশের ছোট নদীতে তো কুমির থাকার কথা নয়। এ রকম কুমির সাধারণত খুলনা-বাগেরহাট এলাকায় দেখা যায়।’

আলাওলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান বেপারী বলেন, ‘আমরা উপজেলা প্রশাসনকে জানালে তারা বন বিভাগের অফিসে খবর দিয়েছেন। বন বিভাগের ঢাকার কর্মীরা এসে কুমিরটি নিয়ে যাবেন। আপাতত এটি উপজেলা প্রাণিসম্পদ অফিসে রাখা হয়েছে।’

‘তবে বিষয় হলো, এটি খুলনা-বাগেরহাটের কুমির। এই ঘেরের পাশে ছোট একটি নদী আছে। কীভাবে এই কুমির এখানে এলো, সেটিই চিন্তার বিষয়।’

একসাথে তিন বাছুরের জন্ম!দেখতে গ্রামবাসীর ভিড়