নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন উপজেলা প্রশাসনের গঠিত ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে শ্রীপুর পৌরসভার দরগার চালা এলাকা থেকে শাহ জালাল (৪৮) নামে ওই কারবারিকে আটক করে পুলিশ। এসময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটক শাহ জালাল কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের মোসলেহ উদ্দিনের ছেলে। পরে দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের কারাদণ্ড দেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় শাহ জালালকে এ সাজা প্রদান করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।